ইসলাম

ইমাম আযম রহ. এর তাবেয়ী হওয়ার প্রমাণ

ইমাম আযম আবূ হানীফা রহ. যে সকল সাহাবাদের সাক্ষাত লাভে ধন্য হয়েছেন তাঁদের কয়েকজন হলেন,

১. হযরত আনাস ইবনে মালিক রা. । মৃত্যু : ৯০ হিজরী । মতান্তরে ৯১ হিজরী ।

২. হযরত আবদুল্লাহ বিন উনাইস যুহানী রা.।

৩. আবদুল্লাহ বিন আবী আওফা রা.। মৃত্যু : ৮৭ হিজরী।

৪. ওয়াসিলা বিন আসকা রা. । মৃত্যু : ৮৫ হিজরী ।

৫. আবুত তোফায়িল আমের বিন ওয়াসিলা রা.। মৃত্যু : ১০২ হিজরী।

৬. সাহল বিন সাদ রা.। মৃত্যু : ৮৮ হিজরী।

৭. সায়িব বিন খাল্লাদ রা. । মৃত্যু : ৯১ হিজরী।

৮. সায়িব বিন ইয়াজিদ রা.। মৃত্যু : ৯৪ হিজরী।

৯. আবদুল্লাহ বিন বুশরাহ রা. । মৃত্যু : ৯৬ হিজরী।

১০. মাহমুদ বিন রাবী রা.। মৃত্যু : ৯৯ হিজরী।

এছাড়াও আল খাইরাতুল হিসানে ১৭ জন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে। ইমামে আযম আবু হানীফা রা. এর তাবেয়ী হওয়া ব্যাপারে আরো অনেকের উক্তি রয়েছে।

তাদের উক্তি উল্লেখ করে লেখার কলেবর বৃদ্ধি করা হলো না। এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখুন :

১. আবু হানীফা ওয়া আসাবুহুল মুহাদ্দিসুন। পৃষ্ঠা- ৬।

২. আল খাইরাতুল হিসান। পৃষ্ঠা : ৪৩-৪৮ ৷

তথ্যসূত্র:

বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প

লেখক : মুফতি মাহফুজ মোসলেহ

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *