ইতিকাফ অবস্থায় নফল অযুর জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভেঙ্গে যায়?
প্রশ্ন
ইতিকাফ অবস্থায় অজু অবস্থায় থাকার জন্য নফল অযুর জন্য মসজিদ থেকে বের হলে কি ইতিকাফ ভেঙ্গে যাবে?
একজন আলেমের কাছ থেকে শুনেছি। তিনি বলেছেন যে, শুধুমাত্র ফরজ নামাযের জরুরী অজুর জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে। এছাড়া নফল অযুর জন্য মসজিদ থেকে বের হলে নাকি ইতিকাফ ভেঙ্গে যাবে। এ বিষয়ে সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
মাওলানা সাহেবের কথাটি সঠিক নয়। নফল অজুর জন্যও মসজিদ থেকে বাহিরে যাওয়ার দ্বারা ইতিকাফ নষ্ট হয় না। তবে অযু করতে গিয়ে সময় ক্ষেপন করবে না। বরং দ্রুত অযু করে মসজিদে ফিরে আসবে।
ويخرج ايضا لأمر لابد منه ثم يرجع إلى المسجد بعد ما فرغ من ذلك الأمر سريعا، ويخرج للوضوء والاغتسال فرضا كان او نفلا (الفتاوى التاتارخانية، كتاب الصوم، الفصل الثانى عشر فى الاعتكاف-3\446، رقم-4813)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com