মজলিস ত্যাগ করার সময় পালনীয় সুন্নাত

যখন মু’মিন মুসলমান বান্দাগণ জাগতিক কর্মকাণ্ডে কোনো স্থানে বা মজলিসে একত্রিত হয়, তখন সেখানে ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক। সেই ভুল-ত্রুটি মিটিয়ে ফেলার জন্য রাসূলুল্লাহ সা. এর হাদীস থেকে প্রাপ্ত দু’আ পাঠ করুন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর হাদীসঃ عَنْ أَبي بَرْزَةَ الْأَسْلَبِي، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: بِأَخَرَةٍ إِذَا أَرَادَ أَنْ يَقُومَ مِنَ الْمَجْلِسِ:

“হযরত আবি বারযা আসলামী রা. বলেন, রাসূলুল্লাহ সা. এক ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, যখন তুমি মজলিস ত্যাগ করার ইচ্ছা করবে তখন বলবে: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ .

“হে আল্লাহ! সমস্ত অসম্পূর্ণতা থেকে আপনি বহু দূরে (আপনি পবিত্র) এবং আমি আপনার প্রশংসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আর কোনো ইবাদাতযোগ্য ইলাহ নেই। আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকটই প্রত্যাবর্তন করি। আবু দাউদ, হাদীস নং: ৪৮৫৯, তিরমিযী, হাদীস নং: ৩৪৩৩।

তথ্যসূত্র :

বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত

লেখক: শাইখ খালীল আল হোসেনান

অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *