মান্নতের রোযা আদায় করতে না পারলে করণীয় কী?
প্রশ্ন
আসসালামুয়ালাইকুম।
আমার একটা প্রশ্ন রয়েছে আমি কিছু রোযা মানত করেছিলাম বিভিন্ন কারনে।
আমি অনেক অসুস্থ। আমার পক্ষে এত রোজা রাখা সম্ভব নয় এবং কাফফারা আদায় করা সম্ভব নয়।
ঐ মানতের রোজা ছিল ২৮ টি।
এখন কোন ভাবে ঐ রোজা কমানো সম্ভব কি?
আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ কি সবগুলো রোজা না রাখলে আমাকে ক্ষমা করবেন না ? কি করব আমি ? আমি এই চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়েছি দিনে দিনে । আমার জন্য দোয়া করবেন। খুবই চিন্তিত এবং অসুস্থ আমি ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি মান্নতের রোযা রাখতে সক্ষম না হোন, তাহলে প্রতিটি রোযার জন্য একটি সদকায়ে ফিতির পরিমাণ টাকা গরীবকে দান করে দিতে হবে।
যদিও এতেও সক্ষম না হোন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা ও ইস্তিগফার করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন।
عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ “ مَنْ نَذَرَ نَذْرًا وَلَمْ يُسَمِّهِ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ وَمَنْ نَذَرَ نَذْرًا لَمْ يُطِقْهُ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ وَمَنْ نَذَرَ نَذْرًا أَطَاقَهُ فَلْيَفِ بِهِ (سنن ابن ماجه، النسخة الهندية-154، رقم-2128، سنن ابى داود، النسخة الهندية-2/472، رقم-3322)
نذر بصوم الأبد فضعف… وإن لم يقدر استفغر الله (فتاوى بزازية، كتاب الصوم، الفصل الرابع فى النذر على هامش الهندية-4/103، الفتاوى الهندية-1/209، جديد-1/272، قاضيخان على هامش الهندية-1/219، الدر المختار مع رد المحتار-5/525)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]