মিথ্যা বলে চাকুরী নিলে সেই চাকুরীর বেতন কি হালাল হবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

জনাব, অনেকে নতুন চাকরীতে ভাল সুযোগ সুবিধা পাওয়ার জন্য পূর্বের চাকরীর অভিজ্ঞতা ও বেতন বাড়িয়ে বলে। এভাবে যদি সে নতুন চাকরীতে সুযোগ পায় তাহলে তার উপার্জন কি হালাল হবে ? যদিও সে কাজে গাফিলতি করে নি।

আর যদি সে এ পন্থায় প্রবেশ করার পরে নিজের ভুল বুঝতে পারে তাহলে এর সমাধান কি ?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি উক্ত কাজের যোগ্য হয় এবং সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে বেতন ও চাকুরী কোনটাই হারাম হবে না।

তবে মিথ্যা বলার কারণে গোনাহ হবে। তাই আল্লাহর কাছে কায়মানোবাক্যে তওবা করতে হবে।

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا (صحيح مسلم، رقم-294، صحيح ابن حبان، رقم-5559، سنن ابن ماجه، رقم-2225، سنن الدارمى، رقم-2541، مسند البزار، رقم-3797)

والأجرة إنما تكون فى مقابلة العمل (رد المحتار، زكريا-4/307، كرتاشى-3/156)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *