মুস্তাজাবুদ্দাওয়া হওয়ার কৌশল
হজ্জে যাওয়ার নিয়্যাত করে একবার এক ব্যক্তি ইমাম আবু হানীফা রহ. এর নিকট এসে বললো, হযরত! ওলামায়ে কিরাম বলেন, বাইতুল্লাহ শরীফ দেখার সাথে সাথে যে দুআ করা হবে, সে দুআই আল্লাহ তাআলা কবুল করেন। আমি বাইতুল্লাহ যাওয়ার নিয়্যাত করেছি। হযরতের নিকট বিনীত অনুরোধ, আমাকে বলে দিন, বাইতুলাহ শরীফ দেখার সাথে সাথে কোন দুআ করা উচিত?
ইমাম আবু হানীফা রহ. বললেন, বাইতুলাহ শরীফ দেখার সাথে সাথে তুমি এই দুআ করবে, হে আল্লাহ! আপনি আমার সকল নেক দুআ কবুল করে নিন! আল্লাহ তাআলা যদি তোমার এই নেক দুআ কবুল করে নেন, তাহলে তুমি ‘মুস্তাজাবুদ্দাওয়া তথা যার সকল দুআ আল্লাহ কবুল করেন’ হয়ে যাবে।
তথ্যসূত্র:
বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প
লেখক : মুফতি মাহফুজ মোসলেহ
এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?
খুশি
0
আরও উন্নত হতে পারে
0