রোযা ত্রিশটি পূর্ণ করার পর বাংলাদেশে এসে মাস শেষ না হওয়ায় রোযা কি আরেকটি রাখতে হবে?
প্রশ্ন
কোন ব্যক্তি সৌদী আরবের সরকার কর্তৃক চাদ দেখার ঘোষণার মাধ্যমে রোযা রাখা শুরু করেছিল। তারপর সেখানে ৩০টি রোযা রাখার পর বাংলাদেশে আসল। এসে দেখে যে, এখানে এখনো মাস শেষ হয়নি। অর্থা ২৯ টি রোযা মাত্র শেষ হয়েছে। কিন্তু চাদ দেখা যায়নি। তাই পরদিনও বাংলাদেশের মানুষ রোযা রাখবে। এখন সৌদী থেকে আসা লোকটি যদি রোযা রাখে তাহলে তার রোযা হবে ৩১টি। যদিও এদেশের বাসিন্দাদের হবে ৩০টি। এমতাবস্থায় সৌদী ফেরত লোকটি কি বাংলাদেশীদের মত আরো একটি রোযা রাখবে? নাকি না রাখলেও চলবে? দয়া করে জানালে উপকৃত হতাম।
জবাব
بسم الله الرحمن الرحيم
রোযা ৩১টি হয়ে গেলেও বাংলাদেশে এসে বাংলাদেশে আসার পর রোযা রাখতে হবে। রোযা না রাখলে গোনাহগার হবে। এবং পরবর্তীতে এর কাযা করতে হবে।
কারণ রোযা রাখা আবশ্যক হয় যে স্থানে অবস্থান করছে সে স্থান হিসেবে। তাই বাংলাদেশে আসার কারণে যেহেতু এখানে রমজান মাস শেষ হয়নি, তাই রোযা রাখা আবশ্যক। {ফাতওয়ায়ে উসমানী-২/১৭৬-১৭৭}
فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [٢:١٨٥]
কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তা’আলার মহত্ত্ব বর্ণনা কর,যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। {সূরা বাকারা-১৮৫}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।