সালাতের স্থান পরিবর্তন না করেই এই যিকিরগুলো পাঠ করা সুন্নাত

উক্ত দু’আগুলো সালাতের স্থান পরিবর্তন না করেই, সালাতের স্থানে বসেই পাঠ করা সুন্নাত । এছাড়াও আরো অনেক যিকির রয়েছে, যা আপনারা দু’আ বা যিকিরের বই থেকে দেখে নিতে পারেন, উক্ত দু’আগুলোর অর্থও আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন । ফরজ নামাযের সালাম ফেরানোর পরে এভাবে আমল করা যেতে পারে—

১. الله اكبر(আল্লাহ সবচেয়ে বড়) একবার

২. استغفر الله (আমি আল্লাহর কাছে ক্ষমা চাই) তিনবার,

৩. اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

হে আল্লাহ! শান্তির উৎস তুমি, তোমার থেকেই আসে শান্তি। হে প্রতাপশালী মহামর্যাদার অধিকারী! তুমি বড়ই বরকতময়, প্রাচুর্যশীল (মুসলিম, ১/৫৯১)

  1. اللهم اجرني من النار (হে আল্লাহ! আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দাও) সাতবার

৫. اللهم اني اسالك رضاك الجنه(হে আল্লাহ! আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি ও জান্নাত চাই) আটবার

৬. আয়াতুল কুরসি একবার

৭. سبحان الله৩৩ বার, الحمد لله৩৩ বার, الله اكبر ৩৪ বার।

৮. সূরা ফাতিহা ১ বার

৯. সূরা ইখলাস ১ বার

১০. সূরা ফালাক ১ বার

১১. সূরা নাস ১ বার

১২. ফজর ও মাগরিব নামাযের পরে সূরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার করে পড়া সুন্নাত ।

তথ্যসূত্র :

বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত

লেখক: শাইখ খালীল আল হোসেনান

অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্‌ মুহাম্মাদ আবদুর রাহীম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *