সালাতুল মাগরিবের সাথে নির্দিষ্ট সুন্নাত
১। সালাতুল মাগরিবের সুন্নাত ক্বিরাত
রাসূলুল্লাহ সা. কখনো কখনো মাগরিবের নামায সংক্ষিপ্ত আদায় করতেন এবং কখনো কখনো তিনি সূরা তুর পাঠ করতেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা এর হাদীস: عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى سَهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالطُّورِ
“হযরত মুহাম্মদ বিন যুবায়ের বিন মুতয়িম রা. তার পিতা থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সা.-কে মাগরিবের নামাযে ক্বিরাত হিসেবে সূরা তুর পড়তে দেখেছি ।”আল বুখারী, হাদীস নং: ৭৬৫ ৷
এছাড়াও রাসূলুল্লাহ সা. মাগরিবের সালাতে সূরা মুরসালাত, সূরা আ’রাফ এবং সূরা তীন পাঠ করেছেন ।
সুতরাং বুঝা গেল মাগরিব নামাযের সুন্নাত কিরাত হলো: সূরা তুর, সূরা মুরসালাত, সূরা আ’রাফ, সূরা তীন ইত্যাদি ।
২। মাগরিবের আগের দু’রাকাআত সুন্নাত সালাত
হাদীসে এসেছে: عَنْ عَبْدُ اللَّهِ المُزَنِي، عَنِ النَّبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: صَلُّوا قَبْلَ صَلاَةِ المَغْرِبِ ، قَالَ فِي الثَّالِثَةِ : لِمَنْ شَاءَ ، كَرَاهِيَةً أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً
“আবদুল্লাহ বিন মুগাফফাল রা. হতে বর্ণিত, তিনি নবী করীম সা. থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, মাগরিবের আগে (নফল) নামায পড়, মাগরিবের আগে (নফল) নামায পড়, (আবশ্যিক হয়ে যাওয়ার আশংকায়) তৃতীয় দফায় বললেন: যে ব্যক্তি তা পড়তে ইচ্ছা করবে। আল বুখারী, হাদীস নং: ১৯৮১ এবং মুসলিম, হাদীস নং: ৭২১।
তথ্যসূত্র :
বই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০০০ সুন্নাত
লেখক: শাইখ খালীল আল হোসেনান
অনুবাদক: মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম