ইসলাম

তিন তালাক আর হলো না

একদা ইমাম আবু হানীফা রহ. এর নিকট জটিল এক মাসআলা জিজ্ঞেস করা হলো, যা তাঁর সমকালীন ওলামায়ে কিরামের নিকট জিজ্ঞেস করা হলে তারা এর জবাব দানে অপারগতা প্রকাশ করেছেন। মাসআলাটি হচ্ছে, এক মহিলা সিঁড়ি বেয়ে উপরে উঠছিলো। বিষয়টি তার স্বামী দেখতে পেয়ে অত্যন্ত রাগান্বিত হলো । রাগে সে কসম খেয়ে বললো, আর যদি উপরে উঠো, তাহলে তুমি তিন তালাক, নিচে নামলেও তিন তালাক । এই অবস্থায় তালাক থেকে বাঁচার উপায় কী?

ইমাম আবু হানীফা রহ. বললেন, বিষয়টি একেবারেই সহজ। মহিলা উপরেও উঠবে না, নিচেও নামবে না। বরং সেখানেই দাঁড়িয়ে থাকবে। আর কিছু লোক গিয়ে মহিলাসহ সিঁড়িটি তুলে মাটিতে নামিয়ে দেবে। তাহলে তার উপর তালাকও পতিত হবে না, আর স্বামীর কসমও ভঙ্গ হবে না।

ইমাম আবু হানীফা রহ.-কে জিজ্ঞেস করা হলো, হযরত! সিঁড়িটি তুলে আনা তো কষ্টকর। এ ছাড়া অন্য কোনো উপায় আছে কি না? ইমাম আযম রহ. বললেন, আরেকটি পন্থা আছে। তা হলো, কয়েকজন মহিলা গিয়ে তার অনিচ্ছায় জোরপূর্বক তাকে সিঁড়ি থেকে নিচে নামিয়ে আনবে । তাহলে আর কোনো সমস্যা থাকবে না।

তথ্যসূত্র:

বই : ইমাম আযম আবু হানীফা রহ. এর ঈমানদীপ্ত গল্প

লেখক : মুফতি মাহফুজ মোসলেহ

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *