প্রশ্নোত্তর

ইতিকাফকারী অজুখানায় গেলে মসজিদের বাহিরে গিয়েছে বলে ধর্তব্য হবে?

প্রশ্ন

From: Habibur Rahman

বিষয়ঃ ইতেকাফ ও মসজিদের সীমা

ওজুখানা যদি মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গার ভেতর হয় তবে ওজুখানায় গেলে মসজিদের বাইরে চলে যাওয়া হবে কিনা?

উত্তর

بسم الله الرحمن الرحيم

অজুখানা ওয়াকফকৃত স্থানে হলেও তা মসজিদে শরয়ী নয়। যতটুকু স্থানকে নামাযের জন্য নির্ধারিত করা হয়, কেবল সেটুকু স্থানই মসজিদ বলে সাব্যস্ত হয়। বাকিটা মসজিদের যায়গা হতে পারে, কিন্তু শরয়ী মসজিদ নয়।

আর ইতিকাফকালীন সময়ে শরয়ী মসজিদের সীমায় থাকা আবশ্যক। তাই অজুখানায় গেলেও মসজিদের বাহিরে যাওয়া হিসেবে ধর্তব্য হবে।

والشرط: المسجد المخصوص وهو ما تقوم فيه الجماعة (مراقى الفلاح مع الطحطاوى، كتاب الصوم، باب الاعتكاف-577، تبيين الحقائق-1/349-350

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– [email protected]

এই ব্লগটি পড়ে আপনার প্রতিক্রিয়া কী?

খুশি
0
আরও উন্নত হতে পারে
0

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *